স্ত্রী ও অর্থের মধ্যে কী বাছবেন? কেনই বা বাছবেন? জেনে নিন চাণক্য নীতি

Sep 02, 2018, 21:45 PM IST
1/6

চাণক্য নীতি

Chan_1

স্ত্রী না অর্থ? যদি বাছার দরকার হয়, তাহলে কাকে বাছবেন? চাণক্য নীতির দর্পনের প্রথম অধ্যায়েই এব্যাপারে আলোকপাত করেছেন আচার্য।

2/6

চাণক্য নীতি

Chan_2

অর্থ সঞ্চয়ের পরামর্শ দিয়েছেন চাণক্য। কারণ, বিপদে অর্থই কাজে আসে। 

3/6

চাণক্য নীতি

Chan_3

কিন্তু স্ত্রী ও অর্থের মধ্যে কাকে বাছবেন? চাণক্য বলেছেন, স্ত্রীকে বাছাই বুদ্ধির পরিচয়। ধর্ম ও সংস্কার স্ত্রীর মধ্যে থাকে। তিনিই পরিবারের রক্ষা করেন।

4/6

চাণক্য নীতি

Chan_4

স্ত্রী ছাড়া ধর্ম ও কর্ম অসম্পূর্ণ। স্ত্রী ছাড়া গৃহস্থ আশ্রমও সম্পূর্ণ হয় না।

5/6

চাণক্য নীতি

Chan_5

কিন্তু যখন নিজের আত্মাকে বাঁচানোর প্রশ্ন আসবে তখন স্ত্রী ও অর্থের মায়া ছাড়তে হবে। 

6/6

চাণক্য নীতি

Chan_6

অর্থাত্ মায়া-মোহ ত্যাগ করে আধ্যাত্মিকতার পথ বেছে নিতে হলে স্ত্রী ও অর্থ ত্যাগ করতে হবে। তখনই আত্ম্যার সঙ্গে সংযোগ ঘটবে পরমাত্মার।