ঝগড়া এড়াতে ও ধনপ্রাপ্তির জন্য কী করতে হবে? জেনে নিন চাণক্যনীতি

Aug 23, 2018, 23:13 PM IST
1/6

চাণক্যনীতি

chan_1

পাপ, দারিদ্র, ক্লেশ ও ভয় দূর করার প্রক্রিয়া সম্বন্ধে বলে গিয়েছেন আচার্য চাণক্য।

2/6

চাণক্যনীতি

chan_2

চাণক্য বলে গিয়েছেন, নীরব অবস্থান নিলে কলহ বা বিবাদ এড়ানো যায়। অর্থাত্ কেউ আপনাকে অশোভন কথা বললেও চুপ থাকাই শ্রেয়। 

3/6

চাণক্যনীতি

chan_3

মৌন থাকলে আপনার মনে কী চলছে, তা অন্যরা জানতে পারবে না। 

4/6

চাণক্যনীতি

chan_4

সর্বদা জেগে থাকলে ভয় দূর হয়। অর্থাত্ চাণক্য বলে গিয়েছেন, আপনি সতর্ক থাকলে ভয় কাছে ঘেঁষতে ভয় পাবে। 

5/6

চাণক্যনীতির শ্লোক

chan_5

'উঘেগে নাস্তি জপতে নাস্তি পাতকম, মৌনন কলহো নাস্তি জাগৃতস্য চ ন ভয়ম'।  

6/6

চাণক্যনীতি

chan_6

আচার্যের মতে,দারিদ্র দূর করতে হলে উপায় খুঁজতে হবে। সঠিক দিশায় চেষ্টা করলে ধনপ্রাপ্তি হবে।