ঠাকুরনগরে মোদীর সভায় বিশৃঙ্খলার চূড়ান্ত, ১৪ মিনিটে ভাষণ শেষ প্রধানমন্ত্রীর

Feb 02, 2019, 14:40 PM IST
1/10

প্রধানমন্ত্রী মোদীর ঠাকুরনগরের সভায় চূড়ান্ত বিশৃঙ্খলা।

2/10

হাই সিকিউরিটি জোনের মধ্যে ঢুকে পড়ে মানুষ।

3/10

সভা চলাকালীন উপস্থিত জনতাকে শান্ত থাকতে বলেন মোদী। ভিড়কে সংযত থাকতে বলেন প্রধানমন্ত্রী মোদী।

4/10

বলেন, এখানে এই জনসমাগম দেখে বুঝতে পারছি, দিদি কেন হিংসাকে প্রশ্রয় দিচ্ছেন? যাঁরা গণতান্ত্রিক হওয়ার ধ্বজা ওড়ান, তাঁরা আসলে নিরীহ মানুষকে খুন করছেন।

5/10

কিন্তু অভিযোগ, প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের মাঝখানেই চেয়ার ছোঁড়া শুরু হয়।

6/10

পেছনের ভিড় সামনে ঠেলা দেয়। পুলিশ  সামলানোর চেষ্টা করে।

7/10

কিন্তু তারমধ্যেই হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে মহিলাও রয়েছেন।

8/10

যদিও, বঙ্গ বিজেপি নিজেদের টুইটার হ্যান্ডেলে দাবি করেছে, "প্রধানমন্ত্রী মোদীকে একঝলক দেখার জন্য কয়েক হাজার মানুষ ঠাকুরবাড়ির মাঠে ভিড় জমিয়েছেন। এই ভিড়-ই প্রমাণ যে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন।"

9/10

উল্লেখ্য, এদিন মাত্র ১৪ মিনিটে ঠাকুরনগরে নিজের ভাষণ শেষ করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

10/10

প্রসঙ্গত, এর আগে মেদিনীপুর কলেজ ময়দানে প্রধানমন্ত্রী মোদীর সভা চলাকালীন ভিড়ের চাপে ভেঙে পড়েছিল লোহার কাঠামো। সেই দুর্ঘটনায় জখম হয়েছিলেন কমপক্ষে ৬৫ জন মানুষ।