Bangladeshi ফুচকা থেকে পিঠেপুলি, 'চেটেপুটে' খান খাদ্যমেলায়

Jan 30, 2021, 17:55 PM IST
1/7

বাংলাদেশী ফুচকা থেকে পিঠেপুলি, মিষ্টি, চকোলেট, আচার কী না নেই সেখানে। 'চেটেপুটে' খেতে আপনিও ঘুরে আসতে পারেন খাদ্যমেলায়।   

2/7

দুধ পুলি, রসের গোকুল পিঠে, ক্ষীরের গোকুল পিঠে, ক্ষীরের মুগ পুলি, রয়েছে আরও নানান স্বাদের পিঠে।  

3/7

আম, রসুন, কদবেল, তেঁতুল সহ আরও নানান স্বাদের আচারও চেখে দেখতে পারেন।

4/7

বাংলাদেশী ফুচকা, দহি ফুচকা, আইনক্রিম ফুচকা. চিংড়ি ফুচকা, চিকেন ফুচকা, রয়েছে ফুচকার নানান সমাহার। 

5/7

ছোট-বড় সকলের পছন্দের কথা মাথায় রেখে খাদ্যমেলায় থাকছে নানান স্বাদের চকোলেট।   

6/7

ফিস ফিঙ্গার, ফিস ফ্রাই, চিকেন ললিপপ, চিকেন পকোড়া, কড়াইশুটির কচুরি, কাশ্মিরী আলুরদম সহ রয়েছে আরও কত মুখরোচক খাবার। 

7/7

সন্তোষ মিত্র স্কোয়ার-এ ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।