Corona In West Bengal: রাতের বিধিনিষেধে জোর, কঠোর হাতে কোভিড নিয়ন্ত্রণে পুলিসকে একাধিক নির্দেশ

জেলা প্রশাসনকে নির্দেশ

Jan 07, 2022, 09:20 AM IST
1/6

কঠোর নির্দেশাবলী

Strict Restriction

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। রোজ রোজ বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে জেলাশাসক, পুলিস সুপার এবং পুলিস কমিশনারেটের কমিশনারদের সঙ্গে সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব। তাঁদের একাধিক নির্দেশ দিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী (Hari Krishna Dwivedi)।

2/6

রাত্রিকালীন বিধিনিষেধে জোর

strict restricts

রাত্রিকালীন বিধিনিষেধে জোর এবং বাজার ও কমিউনিটিতে নজরদারি বাড়নোর নির্দেশ মুখ্যসচিবের।

3/6

'টিকাকরণ সচল রাখতে হবে'

Vaccine

রাজ্যের স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলোর দিকে নজর দেওয়ার নির্দেশ। টিকাকরণে যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর দেওয়ার নির্দেশ হরিকৃষ্ণ দ্বিবেদীর (Hari Krishna Dwivedi)। 

4/6

' নিজেকে সুরক্ষিত রেখে অন্যদের সাহায্য'

Protect yourself

মুখ্যসচিব আরও বলেন, নিজেকে সুরক্ষিত রেখে অন্যদের সাহায্য করুন। বয়স্ক মানুষদের পাশে দাঁড়ান। 

5/6

'স্যানিটাইজেশনে নজর'

Sanitization

এলাকায় স্যানিটাইজেশনের কাজ সঠিক ভাবে হচ্ছে কি না, প্রশাসনের আধিকারিকদেরই ওই বিষয়ে দেখারও নির্দেশ দেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hari Krishna Dwivedi)।

6/6

'দুঃস্থদের পাশে দাঁড়ান'

help poor

একই সঙ্গে দুঃস্থ এবং যাঁদের দরকার, তাঁদের কাছে খাবার পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন মুখ্যসচিব। করোনা সংক্রমণ কমাতে যা যা করা প্রয়োজন, তা করার নির্দেশ দেন তিনি।