পৃথিবীর সবচেয়ে গতিশীল ট্রেন, বিমানের গতির থেকে একটু কম, ঘর্ষণে থামে না

Jul 22, 2021, 22:24 PM IST
1/5

চুম্বকের ক্রিয়াতেই দৌড়াবে ট্রেন

Maglev Train

নিজস্ব প্রতিবেদন: চোখের পলক ফেলতেই হুস করে সামনে দিয়ে বেরিয়ে যাবে ট্রেন। যেন হাওয়ার সঙ্গে কথা বলছে। চিন প্রকাশ্যে আনল পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত গতির ট্রেন। ১৪০০ কিমি দুরত্ব অতিক্রম করবে মাত্র ৩ ঘণ্টায়। ৬০০ কিমি প্রতি ঘণ্টায় ছুটে যাবে ট্রেন। 

2/5

কত সময় লাগবে যাত্রা করতে?

How much take time?

বেজিং থেকে শাংঘাই যাবে মাত্র আড়়াই ঘণ্টায়। যে রাস্তায় প্লেনে যেতে সময় লাগে ৩ ঘণ্টায় ট্রেনে সেই জায়গায় পৌঁছতে এই ট্রেনে লাগবে মাত্র ৫.৫ ঘন্টা। 

3/5

চাকা গড়িয়ে যাওয়ার ট্র্যাক নেই

 No Track

বুলেট ট্রেনের চেয়েও এর গুণ অনক বেশি। এটি ম্যগলেভ ট্রেন। ম্যাগনেটিক লেভিটেশনে ছুটে যাবে ট্রেনটি।  যা ট্রেনকে ট্যাকের খানিক উপড়ে তুলে রাখবে। 

4/5

ব্যয় সাপেক্ষ

Costly Train

ট্রেনটি ঘষর্ণে মাধ্যমে অর্থাৎ গতে ধরা ব্রেকিং ও অ্যাকসিলারেটিং পদ্ধতিতে থামে না। রয়েছে অত্যাধুনিক ফিচার। তাই এর গতি ঝড়ের সমান।  মূলত ফ্রান্স, জাপান, স্পেন এবং দক্ষিণ কোরিয়া, চিনে এই ট্রেনের পরিষেবা পাওয়া যাবে। তবে খুবই ব্যয় সাপেক্ষ। 

5/5

কোথায় পাবেন পরিষেবা?

where you get the train Tour?

শাংঘাইতে এয়ারপোর্ট থেকে শহরে ঢুকেছে এই অত্যাধুনিক রেলপথ। ট্রেনের মধ্যে রয়েছে অত্যাধুনিক বেশ কিছু পরিষেবার।