আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করছে চিন! কীভাবে জানুন

Mar 20, 2018, 13:11 PM IST
1/7

Pic-1

আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করছে চিন! কীভাবে জানুন

একেবারে ঘরের ভিতর ঢুকে আক্রমণ শানাতে চাইছে চিন। এমনই ইঙ্গিত দিল ভারতীয় সেনাবাহিনী। কিন্তু কীভাবে?

2/7

Pic-2

আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করছে চিন! কীভাবে জানুন

ভারতীয় সেনাবাহিনী বুধবার একটি ভিডিও টুইটারে পোস্ট করে জানায় এবার সোশ্যাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে মোবাইলের তথ্য চুরি করছে চিন।

3/7

Pic-4

আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করছে চিন! কীভাবে জানুন

এ বিষয়ে বিএসএফ-কেও সতর্ক করল ভারতীয় সেনা।

4/7

Pic-4

আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করছে চিন! কীভাবে জানুন

হোয়াটসঅ্যাপে গ্রুপ হ্যাক করে তথ্য চুরি করছে চিনা হ্যাকাররা।

5/7

Pic-5

আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করছে চিন! কীভাবে জানুন

ভারতীয় সেনা বাহিনীর দাবি, *৮৬ দিয়ে শুরু মোবাইল নম্বর থেকে সাবধান!

6/7

Pic-6

আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করছে চিন! কীভাবে জানুন

এই ধরনের নম্বর দিয়েই হ্যাক করা হচ্ছে তথ্য। এমনকী হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপের তথ্য অনায়াসে চুরি করতে পারে তারা।

7/7

Pic-7

আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করছে চিন! কীভাবে জানুন

যদি এমন মোবাইল নম্বরে আক্রান্ত হয়ে থাকেন, তা হলে সিম পাল্টে ফেলার পরামর্শ দিচ্ছে সেনা বাহিনী।