ঘাঁটি সরিয়ে পিছিয়ে যাচ্ছে চিনা সেনা, দেখুন উপগ্রহ চিত্র

Jul 11, 2020, 16:02 PM IST
1/5

 প্রকাশ্যে এল প্যাংগঙ লেক সংলগ্ন ফিঙ্গার্স এরিয়ার উপগ্রহ চিত্র। তাতে দেখা যাচ্ছে আগে এই অঞ্চলে চিনা ঘাঁটির ছবি ধরা পড়েছিল তা সরিয়ে নেওয়া হচ্ছে। অর্থাত্, সীমান্তে শান্তি ফেরানো, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও ভারতীয় এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া, ইত্যাদি প্রতিশ্রুতিমাফিক পিছু হঠল লাল ফৌজ। 

2/5

এর আগে মে-জুন মাসে এই এলাকায় রীতিমতো কনস্ট্রাকশনের যন্ত্রপাতি, কাঁচামাল নিয়ে উঠেপড়ে লেগেছিল চিনা বাহিনী। সেই দখলদারির চিত্র আর নেই। সেখান থেকে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে চিনা বাহিনী।

3/5

তবে, এখনও সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছবি অনুযায়ী ফিঙ্গার ফোর-এ থাকা একটি চিনা ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফটকে প্রায় ১০ কিলোমিটার পূর্ব দিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই একই জেটিতে রয়েছে ১১টি চিনা বোট।   

4/5

জেটির কাছেই একটি পর্বতের পাদদেশে খোদাই করা রয়েছে চিনের ম্যাপ।

5/5

এখনও এই এলাকায় বহু চিনা বাহিনীর অস্তিত্ব বেশ দৃশ্যমান। একাধিক উপগ্রহ চিত্রেই তা ধরা পড়েছে।