শুরু হয়ে গেল চিনের আগ্রাসন নীতি, করোনা আবহেই জলসীমায় নজরদারি বাড়াচ্ছে বেজিং

Apr 29, 2020, 11:48 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: করোনা যুদ্ধে কার্যত জয়ী হয়েছে চিন। সারা বিশ্বে যখন করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে তখন শান্ত চিন। সারা বিশ্বে যখন লাখ লাখ হাসপাতালে চিকিৎসাধীন। চিনের হাসপাতালে তখন করোনা আক্রান্ত রোগী নেই বললেই চলে। সেই চিনের নৌবাহিনী এবার নতুন অভিযানে।  

2/5

করোনা মোকাবিলায় জয়ী চিন তাহলে কি এবার নয়া কোনও লক্ষ্যে! ভাসমান চিনের যুদ্ধজাহাজ একেবারে প্রস্তুত। নৌসেনারাও নতুন অভিযানের জন্য নিজেদের তৈরি করে নিচ্ছেন। এমনই ছবি ধরা পড়ল।

3/5

এডেন উপসাগরের দিকে রওনা দিচ্ছে যুদ্ধ জাহাজ। তবে এর কারণ কী?সে উত্তর অজানা। তবে বিশ্বের এই কঠোর পরিস্থিতির আবহে চিনের এই পদক্ষেপ যে যথেষ্ট বার্তাবহ তা পরিষ্কার।

4/5

সারা বিশ্বে এখন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৩১ লক্ষেরও বেশি মানুষ। এই অবস্থায় কীভাবে নিজেদের ছন্দে ফেরাল চিন। তার কারণ খুঁজে পাচ্ছেন না অনেকে। তবে চিন যে এবার নতুন ভাবে প্রস্তুত, তা এই নৌবাহিনীর ছবি দেখেই আন্দাজ করা যায়।

5/5

ইতিমধ্যে চিনের স্কুলগুলিতে পঠনপাঠন শুরু হয়েছে। পিকনিকের আবহে দেখা মিলেছে চিনের নাগরিকদের। সেখানে এহেন নৌবাহিনীর ছবি নতুন কোনও ইঙ্গিত। এমনটাও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা