'ইউনিভার্স বস'-ই এখন আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার 'বস'
|
Feb 28, 2019, 12:36 PM IST
1/6
1
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই শাহিদ আফ্রিদিকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার বিশ্বরেকর্ড গড়েন ক্রিস গেইল।
2/6
2
বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০তম ছক্কা মেরে একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন 'ইউনিভার্স বস'।
photos
TRENDING NOW
3/6
3
বুধবার ১১টি চার ও ১৪টি ছক্কার সাহায্যে ৯৭ বলে ১৬২ রান করে আউট হন গেইল।
4/6
4
আন্তর্জাতিক ক্রিকেটে এখন গেইলের ছক্কার সংখ্যা ৫০৬ (টেস্ট-৯৮,ওডিআই- ৩০৫,টি-টোয়েন্টি -১০৩)।
5/6
5
আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলই প্রথম ক্রিকেটার যিনি ৫০০ ছক্কার মাইলস্টোন স্পর্শ করলেন।
6/6
6
কোনও একটি দ্বিপাক্ষিক একদিনের সিরিজে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডটি এতদিন ছিল রোহিত শর্মার। ২০১৩-১৪ মরশুমে অজিদের বিরুদ্ধে ২৩টি ছক্কা মেরেছিলেন হিটম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে রোহিতকে টপকে গেলেন গেইল। চারটি একদিনের ম্যাচে তাঁর ছক্কার সংখ্যা এখন ২৫।