'মান্নান সিপিএমের দালাল', প্রদেশ দফতরের বাইরে বেনজির বিক্ষোভ

Feb 27, 2019, 23:43 PM IST
1/5

মৌমিতা চক্রবর্তী: কমতে কমতে দক্ষিণবঙ্গে কংগ্রেস কার্যত 'সাইনবোর্ডে' ঠেকেছে। এমন সঙ্গিন পরিস্থিতিতেও লোকসভা সভা ভোটের আগে বেআব্রু কংগ্রেসের অন্তর্কলহ। 

2/5

দুপুরে প্রদেশ কংগ্রেস সদর দফতরে চলছে বৈঠক। ঠিক তখনই বাইরে ভিড় একদল প্রদেশ কংগ্রেস সমর্থকের। তাঁরা স্লোগান দিচ্ছেন, সিপিএমের দালাল আবদুল মান্নানকে হঠাতে হবে। 

3/5

রাজ্যে বিরোধী দলনেতা আবদুল মান্নান। সিপিএমের সঙ্গে জোটে পক্ষে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারাও জোটের পক্ষে সওয়াল করেছেন। হঠাত্ করে মান্নানকে কেন কাঠগড়ায় তোলা হল?

4/5

হুগলি জেলার কংগ্রেস সমর্থকদের শান্ত করে নেমে আসেন প্রদীপ ভট্টাচার্য। ঠিক তখন প্রদীপ দেখে সমর্থকরা সমস্বরে বলে ওঠেন, উনি তো তৃণমূলের দালালি করেন। 

5/5

লোকসভা ভোটের আগে কংগ্রেসের পুরনো সংস্কৃতি আবারও প্রকাশ্যে চলে এল। রাজ্যে দলের গুরুত্ব কমলেও পুরনো রোগ থেকে মুক্তি পেল না প্রদেশ কংগ্রেস, মত রাজনৈতিক মহলের একাংশের।