৯৯ রান, তবু 'সেঞ্চুরি' ক্রিস গেইলের

| Apr 14, 2019, 15:41 PM IST
1/5

৯৯ রানে আউট হয়েও সেঞ্চুরি গেইলের!

৯৯ রানে আউট হয়েও সেঞ্চুরি গেইলের!

আইপিএলে সাত নম্বর সেঞ্চুরি করে ফেলতে পারতেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মাত্র এক রান কম পড়ে গেল। বেঙ্গালুরুর বিরুদ্ধে ৯৯ রান করলেন ক্রিস গেইল। 

2/5

৯৯ রানে আউট হয়েও সেঞ্চুরি গেইলের!

৯৯ রানে আউট হয়েও সেঞ্চুরি গেইলের!

এর আগে আইপিএলে ৯৯ রানে আউট হয়েছিলেন সুরেশ রায়না। এবার দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ৯৯ রান করলেন গেইল। ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, সঞ্জু স্যামসন ও কে এল রাহুল এবারের আইপিএলে সেঞ্চুরি করেছেন। 

3/5

৯৯ রানে আউট হয়েও সেঞ্চুরি গেইলের!

৯৯ রানে আউট হয়েও সেঞ্চুরি গেইলের!

৯৯ রান করেও সেঞ্চুরি হল ক্রিস গেইলের। কীভাবে! পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড হিসাবে। 

4/5

৯৯ রানে আউট হয়েও সেঞ্চুরি গেইলের!

৯৯ রানে আউট হয়েও সেঞ্চুরি গেইলের!

৬৪ বলে ১০টি চার ও ৫টি ছক্কার সৌজন্যে গেইল এদিন ৯৯ রানের ঝোড়াে ইনিংস খেলেন। টি-২০ ক্রিকেটে আরও একটি সেঞ্চুরি হয়েছে ক্যারিবিয়ান দৈত্যের। তাঁর সেঞ্চুরির সংখ্যা ২১টি। এবং হাফ-সেঞ্চুরি ৭৯টি। সব মিলিয়ে মোট ১০০।

5/5

৯৯ রানেও সেঞ্চুরি গেইলের!

৯৯ রানেও সেঞ্চুরি গেইলের!

আইপিএলএ গেইলের ছয়টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরি রয়েছে।