৯০০ ছক্কা! যেন পাড়ার ক্রিকেট খেলছেন ক্যারিবিয়ান দৈত্য
|
Jan 27, 2019, 16:48 PM IST
1/5
৯০০ ছক্কার মালিক গেইল
টি-২০ম্যাচে সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি, সর্বোচ্চ চার এবং সর্বোচ্চ ছক্কার মালিক তিনিই।
2/5
৯০০ ছক্কার মালিক গেইল
টি-২০ ক্রিকেটে ৯০০টি ছক্কার মালিক হলেন ক্রিস গেইল। সঙ্গে ৯৩০টি বাউন্ডারি। ছোট ফরম্যাটে যা কিনা সর্বোচ্চ।
photos
TRENDING NOW
3/5
৯০০ ছক্কার মালিক গেইল
টি-২০-তে সর্বোচ্চ ২১টি সেঞ্চুরি করেছেন গেইল। তাঁর আশেপাশেও কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, ইংল্যান্ডের লুক রাইট, অস্ট্রেলিয়ার মাইকেল ক্লিগনারের। তাদের সেঞ্চুরি ৭টি করে।
4/5
৯০০ ছক্কার মালিক গেইল
টি-২০ তে গেইল ৩৫৬ ইনিংস খেলে ১২ হাজার ১৯১ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ১৭৫ রান।
5/5
৯০০ ছক্কার মালিক গেইল
বাংলাদেশ প্রিমিয়র লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন ক্যারিবিয়ান দৈত্য। যদিও গত সাতটি ম্যাচে তিনি তেমন বড় রান পাননি।