ক্রিসমাসে সবুজ কুর্তায় Kareena-র সাজ, সাদা পাঞ্জাবিতে হাজির Saif, Taimur

Dec 25, 2020, 18:24 PM IST
1/8

ক্রিসমাসে এক্কেবারে অন্যরকম মুডে হাজির হলেন করিনা কাপুর খান। সইফ আলি খান এবং তৈমুরের সঙ্গে ক্রিসমাসের দুপুরে দেখা যায় বেবোকে। যেখানে ডিজাইনার মাসাবা গুপ্তার তৈরি পোশাক পরে পাপারাৎজির সামনে হাজির হন করিনা। মাসাবার তৈরি পোশাক পরে ক্রিসমাসের দুপুরে করিনার দেখা মিললেও, অভিনেত্রীর মুখে ছিল মাস্ক। পপারাৎজির অনুরোধে শেষ পর্যন্ত কয়েকবার মুখ থেকে মাস্ক নামিয়েও পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হলেও করিনা যে বলিউডের অন্যতম ফ্যাশন আইকন হিসেবে নিজের জায়গা পোক্ত করে রেখেছেন, তা বার বার প্রমাণ করে দেন বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী। ক্রিসমাসে যখন তিনি সইফ, তৈমুরের সঙ্গে হাজির হন, তখনকার লুক কেমন ছিল করিনার, দেখুন 

2/8

সুবজ কুর্তায় করিনা সাজলেও, সাদা রঙের পাঞ্জাবিতে হাজির হন সইফ আলি খান এবং তৈমুর আলি খান 

3/8

ক্রিসমাসে পাপারাৎজিদের দেখে হাসি মুখেই পোজ দেন কাপুর-কন্যা 

4/8

সইফ, তৈমুরের সঙ্গে করিনা 

5/8

ক্রিসমাস সবুজ কুর্তায় সাজলেও, মুখে মাস্ক এটে পাপারাৎজির সামনে পোজ দেন করিনা কাপুর 

6/8

ক্রিসমাসে কাপুরদের ভোজ। খাবার টেবিলে হাজির পুরো কাপুর পরিবার। সুস্থ থেকে, নিরাপদে থেকে প্রত্যেকে যাতে আনন্দে মেতে ওঠেন সেই বার্তা দেন করিনা কাপুর খান 

7/8

২৪ ডসেম্বর রাতে অর্থাত ক্রিসমাস ইভে সইফ, করিনা একসঙ্গে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করেন অভিনেত্রী 

8/8

ক্রিসমাস ইভে কাপুরদের নৈশভোজ। পশ্চিমী পোশাকে হাজির করিনা