রাজ্যে উইপ্রো, ২০টি আইটি, স্টার সিমেন্টের ইউনিট, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Dec 01, 2020, 17:02 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: বছর শেষে রাজ্যে বিপুল কর্মসংস্থানের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

2/6

গতবছর একশো একর জমি নিয়ে নিউটাউনে গড়া হয়েছিল সিলিকন ভ্যালি। সে কথা স্মরণ করিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী দাবি করলেন,'সিলিকন ভ্যালিতে একশো একর জমি দিয়েছিলাম। ভেবেছিলাম খালি পড়ে থাকবে। কেউ আসবে না। ইতিমধ্যেই সেগুলি পূর্ণ হয়ে গিয়েছে।  আরও একশো একর জমির দাবি এসেছে। তাই আরও একশো একর জমি দিলাম।''

3/6

মুখ্যমন্ত্রীর সংযোজন,'২০টি আইটি শিল্পকে জমি দেওয়া হল। আজ মন্ত্রিসভায় ছাড়পত্র দেওয়া হয়েছে। ওখানে সহযোগী শিল্পও গড়ে উঠবে।  এতে হাজার হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান হবে।'   

4/6

রাজ্যে বিশেষ আর্থিক অঞ্চল (এসইজেড) করতে চেয়েছিল উইপ্রো। এসইজেড দেওয়া হয়েছে কিনা তা বলেননি মুখ্যমন্ত্রী। তবে তিনি জানান,'উইপ্রো ভাবে শিল্প করতে চায়, সেভাবে দিয়েছি। মন্ত্রিসভায় ছাড়পত্র দেওয়া হয়েছে।'   

5/6

একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার গড়ার জন্য ইনফোসিসকে আহ্বান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে সাড়া দিয়েছে সংস্থা।  ইনফোসিস জানিয়েছে, ২০ ডিসেম্বর তারা পরিকল্পনা জমা দেবে। নির্মাণ শুরু হবে ২০২১ সালের জুলাইয়ে। ২৪ মাসের মধ্যে শেষ হবে কাজ। 

6/6

এর পাশাপাশি রাজ্যে ইউনিট খুলতে চেয়েছিল স্টার সিমেন্ট। তাদের ছাড়পত্র দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।