ছবি: পাহাড়ের কোলে সূর্য ডুবুডুবু, হঠাৎ গাড়ি থেকে নেমে ক্যামেরাবন্দি করলেন মুখ্যমন্ত্রী

Jan 20, 2020, 17:59 PM IST
1/7

সিএএ, এনআরসি বিরোধী আন্দোলন ছড়িয়ে দিতে আজ সোমবার উত্তরবঙ্গে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

2/7

৫ দিন উত্তরবঙ্গেই প্রচার সারবেন তিনি। সোমবার উত্তরবঙ্গ উত্সবের উদ্বোধন করে পাহাড়ে যাবেন মুখ্যমন্ত্রী। কর্মসূচি ঠিক করাই ছিল।

3/7

দীর্ঘ কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই সোমবার রওনা দিয়েছিলেন নেত্রী। গাড়ি ছুটছিল তাঁকে নিয়েই। বিকেলে দার্জিলিং যাবার পথে কার্শিয়াঙে হঠাৎই গাড়ি থামিয়ে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।

4/7

তাঁর দৃষ্টি আকর্ষণ করেছিল প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আসলে হাজার ব্যস্ততার মাঝেও খানিকটা সময় নিজের মতো করে পেতেই গাড়ি থামিয়ে নেমেছিলেন নেত্রী। 

5/7

দলীয় কর্মসূচি, প্রচার, মিটিং, মিছিলের ব্যস্ততাতেও পাহাড়ের প্রাকৃতির সৌন্দর্যের হাতছানি উপেক্ষা করতে পারেননি তিনি। গাড়ি থেকে নেমেই সঙ্গে সঙ্গে মুঠোফোনে বন্দি করতে থাকেন সূর্যাস্তের ছবি। 

6/7

পড়ন্ত বিকেলের মায়াবি আলোয় মাখা পাড়ারকে ধরে রাখলেন মুঠোফোনে। কিছুটা সময় পাহাড়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এরপর ফের ব্যস্ত সফরের উদ্দেশে রওনা দেন মমতা।  

7/7

সেই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন "গোধূলির রঙে রাঙা পাহাড়ের আকাশ, আজ দার্জিলিং যাবার পথে কার্শিয়াঙে, পাহাড় চূড়ায় সূর্যাস্তের শোভা ক্যামেরাবন্দি করলাম।"