Collisions of Planetary Embryos: সৌরজগতের নিখোঁজ বস্তুপুঞ্জ থেকে জন্ম নিয়েছিল মঙ্গল ও পৃথিবী!
সৌরজগৎ নিয়ে মানুষের প্রশ্নের, কৌতূহলের শেষ নেই।
সৌর জগৎ নিয়ে মানুষের প্রশ্নের কৌতূহলের শেষ নেই। কী ভাবে সৃষ্টি হল এই মহাজগৎ, কোথা থেকে এল এই সব পদার্থনিচয়, এ নিয়ে বহু গবেষণা।
1/6
সৌরজগৎ
2/6
বিগ ব্য়াং থিয়োরি
photos
TRENDING NOW
3/6
পৃথিবী ও মঙ্গলের সৃষ্টি
4/6
দুঃসহ সংঘাত
5/6
বহিঃসৌরজগতের ছায়া
6/6
আন্তঃসৌরজগৎ ও বহিঃসৌরজগতের মিশ্রলীলা
কী করে এই সিদ্ধান্তে আসা গেল তা খুবই জটিল। মোটামুটি ভাবে এই-- পৃথিবীর ভূমি-নমুনা এবং ধূমকেতু জাতীয় গ্রহাণুর বস্তু-নমুনার আইসোটোপিক নিরীক্ষা করা হয়। নানা ভাবে তুলনা-প্রতিতুলনা করে শেষমেশ ওই সিদ্ধান্তে আসা হয়। সংঘাতেই পরস্পরের মধ্যে পরস্পরের বস্তর চিহ্ন থেকে যাওয়ার সম্ভাবনা। আর সেই সব নমুনাচিহ্ন পরীক্ষা করে এটাও বোঝা সম্ভব, সমস্ত বস্তু এই সোলার সিস্টেমেরই, নাকি এতে যোগ হয়েছে অন্য কোথাকার অন্য কোনও পদার্থও! অর্থাৎ, দেখতে গেলে আমাদের এই গ্রহ-সৃষ্টি এক আন্তঃসৌরজগৎ ও বহিঃসৌরজগতের মহাকায় মিশ্রলীলা।
photos