ছবি: চেক হচ্ছে পুলিসের গাড়িও, সকাল থেকে কড়া হাতে পালন পূর্ণ লকডাউন

Jul 29, 2020, 09:25 AM IST
1/6

রণয় তিওয়ারি: আজ বুধবার পূর্ব ঘোষিত সার্বিক লকডাউন। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সকাল থেকে মহানগর কার্যত শুনশানই। কড়া পাহারায় রয়েছেন কর্তব্যরত কলকাতা পুলিস। এক নজরে দেখে নেওয়া যাক কলকাতার বিভিন্ন প্রান্তের ছবিটা কী রকম?

2/6

সকাল ৬টা ৩০, চিংড়িঘাটা মোড়: সেক্টর ফাইভ থেকে যে গাড়িগুলি কলকাতার দিকে আসছে, চিংড়িঘাটা মোড়েই তাদের আটকানো হচ্ছে। প্রয়োজনীয় নথি ছাড়া যারা বেড়িয়েছেন তাঁদের কেস দেওয়া হচ্ছে।

3/6

সকাল ৭টা, পার্ক সার্কাস ৭ মাথার মোড়: এই মোড়ে পুলিসে পুলিসে ছয়লাপ। প্রত্যেকটি গাড়িকে আটকানো হচ্ছে। পুলিস লেখা গাড়িকেও ধরা হচ্ছে। প্রয়োজনীয় নথি না থাকলে কেস দেওয়া হচ্ছে রীতিমতো।

4/6

সকাল ৭টা ৩০, ধর্মতলা মোড়: এখানেও সেই একই চিত্র দেখা যাচ্ছে। পুলিস কর্মীরা রয়েছেন ধর্মতলা মোড়ে। একের পর এক গাড়ি আটকানো হচ্ছে।

5/6

সকাল ৮টা, পার্ক স্ট্রিট মোড়: কয়েকজন যুবককে দিব্যি ঘুরে বেড়াতে  দেখা যাচ্ছে। কর্তব্যরত ট্রাফিক পুলিসের হাতে ধরা পড়ার পর ওই যুবকদের বক্তব্য সামনেই কাজ করি। একটু ঘুরতে বেড়িয়েছি। একই সঙ্গে কয়েকটি গাড়িকেও দেখা যাচ্ছে। যাদের প্রয়োজনীয় তথ্য নেই, তাঁদের ভারতীয় দন্ডবিধির ১৮৮ ধারায় কেস দেওয়া হচ্ছে।

6/6

এলাকায় একাধিকজন করোনায় আক্রান্ত তবু হুঁশ ফেরেনি সোনারপুর ব্লকের খেয়াদহ অঞ্চলের বাসিন্দদের। খোলা রয়েছে একাধিক দোকান। ভুষিমাল, চিকেন, চায়ের দোকানে ভিড় ও আড্ডা এলাকার বাসিন্দাদের। সবাই লকডাউনের কথা জানলেও উদাসীন। এখুনি এসেছি বা সকালটা শুধু খোলা বলে বক্তব্য বিক্রেতাদের।