মাটিতে লুটিয়ে পড়লেন, ধাক্কা খেলেন হাথরাসে 'বিদ্রোহী' রাহুল

Oct 01, 2020, 18:38 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: হাথরস নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্ট নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। গলায় ফাঁসের দাগ, শ্বাসরোধ করে খুন! হাথরসের নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে এই দুটি পয়েন্ট। কিন্তু চিকিত্সকরা কোথাও উল্লেখ করেননি, দলিত মেয়েটি ধর্ষণের শিকার। ময়না তদন্তের চাঞ্চল্যকর রিপোর্ট নিয়ে ইতিমধ্যে বিস্ময় ছড়াতে শুরু করেছে। 

2/6

একইসঙ্গে তিনি টুইট করে জানিয়েছেন, "দুঃখের সময়ে প্রিয়জনদের একা রাখা হয় না। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করা, সরকারকে ভয় পাওয়াচ্ছে। এত ভয় পাবেন না, মুখ্যমন্ত্রী!" 

3/6

গ্রেফতার প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, 'আমি একা যেতে চেয়েছি। একা গেলে ১৪৪ ধারা ভঙ্গ করা হয় না।'

4/6

 তুমুল ধাক্কাধাক্কির পর গ্রেফতার হন রাহুল প্রিয়াঙ্কা। ধস্তাধস্তির সময় রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে দেখা যায়। 

5/6

পথ আটকানোর জন্য সক্রিয় হয় যোগী রাজ্যের পুলিস। গ্রেটার নয়ডায় ঢুকতেই কনভয় আটকে দেওয়া হয় তাঁদের।

6/6

উত্তরপ্রদেশের হাথরসে দলিত মেয়ের গণধর্ষণ কাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।  কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী এবং প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে উত্তরপ্রদেশের হাথরসের উদ্দেশে রওনা দেয় বৃহস্পতিবার। হাথরাস পৌঁছনোর আগেই প্রিয়াঙ্কা রাহুলের পথ আটকায় উত্তরপ্রদেশ পুলিস।