IPL 2020: ব্যাটে রান ২, বিরাট কোহলিকে টপকে রেকর্ড উথাপ্পার

Oct 01, 2020, 18:23 PM IST
1/5

আমিরশাহি আইপিএলে তিনটি ম্যাচে এখনও ব্যাটে রান নেই রাজস্থান রয়্যালসের রবিন উথাপ্পার। KKR-এর বিরুদ্ধে ৭ বলে করলেন ২ রান। এরই মাঝে আবার লজ্জার রেকর্ড গড়েছেন রবিন।  

2/5

বুধবার কেকেআরের কাছে ৩৭ রানে হেরেছে রাজস্থান রয়্যালস।  আর তাতেই নিজের নামের পাশে বসে গেল আইপিএলে ৯১ তম হারটি। আইপিএলে হারের পরিসংখ্যানে সবার ওপরে এখন রবিন উথাপ্পা।  

3/5

রবিন উথাপ্পার পরেই রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি। আইপিএলে তিনি হেরেছেন ৯০টি ম্যাচ।

4/5

উথাপ্পা-কোহলির পরেই তিন নম্বরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের দীনেশ কার্তিক। তিনি আইপিএলে ৮৭ ম্যাচে হেরেছেন।

5/5

কেকেআর-রাজস্থান রয়্যালস ম্যাচে বিতর্কেও জড়ালেন রবিন উথাপ্পা। কোভিড বিধি ভেঙে ফিল্ডিং করার সময় বলে থুতু লাগাতে দেখা যায় উথাপ্পাকে। আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক।