বিজেপি বিধায়কের মৃত্যুর পর গোয়ায় সরকার গঠনের দাবি কংগ্রেসের
Mar 16, 2019, 20:05 PM IST
1/7
লোকসভা ভোটের আগে গোয়ায় জমে উঠেছে রাজনীতির খেল। রাজ্যপালকে লেখা চিঠিতে কংগ্রেস দাবি করেছেন, রাজ্যে প্রয়োজনীয় সংখ্যা নেই বিজেপির কাছে।
2/7
রাজ্যপাল মৃদুলা সিনহাকে লেখা পত্রে বিরোধী নেতা কংগ্রেসের চন্দ্রকান্ত কাভলেকর গাবি করেছেন, বিজেপি বিধায়ক ফ্রান্সিস ডিসুজার মত্যুর পর সংখ্যালঘু হয়ে পড়েছে সরকার। এর আগে ইস্তফা দেন দুই বিধায়ক সুভাষ শিরোদকর ও দয়ানন্দ সোপতে।
photos
TRENDING NOW
3/7
কংগ্রেসের দাবি, অবিলম্বে বরখাস্ত করা হোক সরকারকে। রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা হলে আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছে তারা।
4/7
বর্তমানে গোয়া বিধানসভার সদস্য সংখ্যা ৪০ থেকে কমে দাঁড়িয়েছে ৩৭। কংগ্রেসের হাতে চলছে ১৪জন বিধায়ক। তার আগে কংগ্রেসের দুই বিধায়ক সোপতে ও শিরোদকর বিজেপিতে যোগ দেন।
5/7
অন্যদিকে বিজেপির রয়েছে ১৩ জন বিধায়ক। তবে গেরুয়া শিবিরে রয়েছে গোয়া ফরওয়ার্ড পার্টি ও মহারাষ্ট্র গোমন্তক পার্টির ৩ জন করে বিধায়ক। এক নিরপেক্ষ বিধায়কও সমর্থন করেছেন বিজেপিকে।
6/7
অন্যদিকে এনসিপি-র ১জন বিধায়কের সমর্থন পেয়েছে কংগ্রেস। ফলে অঙ্কের হিসেবে এখনও ২২জন বিধায়কের সমর্থন রয়েছে এনডিএ-র।
7/7
সোপতে, শিরোদকর ও ডিসুজার আসনে উপনির্বাচন হতে চলেছে ২৩ এপ্রিল।