একদিনে করোনার কবলে ৩৪ হাজার মানুষ, দেশে আক্রান্ত মোট ১০ লক্ষ

Jul 17, 2020, 11:10 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ফের সর্বোচ্চ ৩৪ হাজার ৯৫৬ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে।  

2/5

দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ১০ লক্ষ ৩ হাজার ৮৩২। গোটা ভারতে মোট নোভেলে প্রাণ হারিয়েছেন ২৫ হাজার ৬০২ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৪৭৩। ৬৩.৩৪ শতাংশ রোগী অর্থাৎ ৬ লক্ষ ৩৫ হাজার ৭৫৬ জন ইতিমধ্যেই করোনাকে কাত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

3/5

গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৬৪১ জন আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। সে রাজ্যে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ৮৪ হাজার ২৮১। সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ১৪ হাজার ৯৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৫৮ হাজার ১৪০। নোভেল হানায় এ পর্যন্ত ঠাকরে রাজ্যে মোট প্রাণ হারিয়েছেন ১১ হাজার ১৯৪ জন।

4/5

এরপরেই স্থান তামিলনাড়ুর। তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৫৬ হাজার ৩৬৯ জন। প্রাণ হারিয়েছেন ২ হাজার ২৩৬ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৭ হাজার ৪১৬ জন।

5/5

দিল্লিতে মৃত্যুর সংখ্যা তামিলনাড়ুর থেকেও বেশি। রাজধানীতে মোট করোনা আক্রান্ত  ১ লক্ষ ১৮ হাজার ৬৪৫। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৫৪৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ হাজার ৬৯৩ জন। দিল্লির পরেই বেহাল অবস্থা কর্ণাটকের।