1/6
2/6
photos
TRENDING NOW
3/6
রামদেবের ওই মন্তব্যে বেজায় চটেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন(IMA)। শনিবার রামদেবকে একটি আইনি নোটিস পাঠিয়ে তাঁর ওই মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি করা হয়েছে। নোটিসে আরও বলা হয়েছে, এই অতিমারীর সময়ে যখন দেশের চিকিত্সকেরা অ্যালোপাথি ওষুধ ও আধুনিক চিকিত্সার সাহায্য মানুষের প্রাণ বাঁচিয়ে চলছেন তখন রামদের তাদের অপমান করেছেন।
4/6
এদিকে চিকিত্সক সংগঠনের ওই নোটিসে চাপে পড়ে গিয়েছেন রামদেব। বাধ্য হয়েই পতঞ্জলির তরফে এক বিবৃতি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। পতঞ্জলির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, আধুনিক চিকিত্সা ও ওষুধ সম্পর্কে কোনও অপমানজনক মন্তব্য করার কোনও অভিপ্রায় রামদেবের ছিল না। আধুনিক চিকিত্সার উপরে যোগগুরুর ভরসা রয়েছে। রামদেবের মন্তব্য এডিট করে শোরগোল করা হচ্ছে। যে অনুষ্ঠানে রামদেব ওই মন্তব্য করেছিলেন বলে বলা হচ্ছে সেখানে রামদেব একটি হোয়াটসঅ্য়াপ মেসেজ থেকে ওইসব মন্তব্য পড়েছিলেন। ওটি তাঁর নিজের বক্তব্য নয়।
5/6
6/6
photos