‘অর্থনীতি নিয়ে চিন্তার কারণ নেই, লকডাউনে বেঁচেছে কয়েক হাজার মানুষের প্রাণ’
Apr 27, 2020, 16:10 PM IST
1/5
1
টানা লকডাউনের পরও দেশের অর্থনীতির অবস্থা ভালো রয়েছে। এনিয়ে চিন্তার কোনও কারণ নেই। সোমবার দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বললেন মোদী। দেশের বেশকিছু এলাকায় যে লকডাউন তোলা হবে না তার ইঙ্গিত দিলেন নমো।
2/5
2
এদিন বৈঠকে মোদী আরও বলেন, অর্থনীতির পাশাপাশি করোনার বিরুদ্ধে লড়াইও মাথায় রাখতে হবে। সব সময় দু-গজ দূরত্ব বজায় রাখুন ও মাস্ক পরে থাকুন।
photos
TRENDING NOW
3/5
3
লকডাউন প্রসঙ্গে মোদী আরও বলেন, দেশজুড়ে লকডাউন ভালো ফল দিয়েছে।গত দেড় মাসে দেশের কয়েক হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। আগামী মাসগুলিতেও এর ফল পাওয়া যাবে।
4/5
4
করোনার বিপদ এখনও শেষ হয়নি। এর ওপরে নজর রাখতে হবে। লকডাউনের ফল আগামী কয়েক মাসে পাওয়া যাবে। মাস্ক পরা আমাদের অভ্যেস করে ফেলতে হবে।
5/5
5
আর্থিক লেনদেন সহ অন্যান্য কাজকর্ম আপাতত শুরু হবে গ্রিন ও অরেঞ্জ জোনে। পাবলিক ট্রান্সপোর্ট বন্ধই থাকবে তবে ব্যক্তিগত গাড়ি চলবে। দেশের করোনা রেড জোনগুলিকে গ্রিন জোনে রূপান্তরিত করার দায়িত্ব রাজ্য সরকারগুলির