বনি কাপুর থেকে করণ কিংবা দেবলিনা, মহামারীর মধ্যে এই সেলেবদের বাড়িতে কী হয় দেখুন

May 27, 2020, 17:08 PM IST
1/5

বনি কাপুরের বাড়ির এক কর্মীও কোভিড ১৯-এ আক্রান্ত হন। এরপরই নিজেদের আরও বেশি করে ঘরবন্দি করে ফেেন বনি কাপুর, জাহ্নবী কাপুর এবং খুশি কাপুররা। যদিও তাঁরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে খবর। যদিও অর্জুন কাপুর এবং অংশুলা কাপুরও কি বনি কাপুরদের সঙ্গে রয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি

2/5

বলিউডে জনপ্রিয় পরিচালক, প্রযোজক করণ জোহরের বাড়ির ২ কর্মী কোভিড ১৯-এ আক্রান্ত হন সম্প্রতি। যার খবর পাওয়ার পরই নিজের দুই সন্তান এবং মার কোভিড পরীক্ষা করান করণ।কিন্তু তাঁর ৪ জনই নেগেটিভ বলে জানা যায়

3/5

বিগ বসের প্রাক্তন প্রতিযোগী তথা প্রয়াত মন্ত্রী প্রমোদ মহাজনের ছেলে রাহুল মহাজনের বাড়ির কর্মী করোনায় আক্রান্ত হন। রাহুলের তৃতীয় স্ত্রী সেই খবর জানান সামাজিক মাধ্যমে। যদিও তাঁরা দুজনই কোভিড নেগেটিভ বলে জানান রাহুল 

4/5

ঋত্বিক রোশনের শ্য়ালিকা অর্থাত সুজান খানের দিদি ফারহা খান আলির বাড়ির কর্মীও করোনায় আক্রান্ত হন। ফলে ফারহাও নিজের পরীক্ষা করান। যদিও তাঁর রিপোর্টে আসে নেগেটিভই

5/5

কোভিড ১৯-এ আক্রান্ত হন বাঙালি অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্যের বাড়ির রাধুনি। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়। যদিও রাধুনি আক্রান্ত হলেও, তিনি সুস্থ রয়েছেন বলে ভক্তদের বার্তা দেন জনপ্রিয় টেলি অভিনেত্রী