করোনা কেড়ে নিল তরুণ ফুটবল কোচের প্রাণ

Mar 17, 2020, 12:12 PM IST
1/5

করোনাভাইরাসের মারণ থাবা থেকে রক্ষা পেলেন না তরুণ ফুটবল কোচ।

2/5

করোনাভাইরাসের কারণে মৃত্যু হল ২১ বছর বয়সী স্প্যানিশ কোচ ফ্রান্সিসকো গার্সিয়ার।

3/5

গত চার বছর ধরে মালাগার অ্যাটলেটিকো পোর্তাদা আলতা ক্লাবে কোচিং করাতেন ফ্রান্সিসকো।

4/5

লিউকোমিয়াতে ভুগছিলেন গার্সিয়া তার ওপর করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। শেষ পর্যন্ত মৃত্যু হল তাঁর।  

5/5

ফ্রান্সিসকোর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে স্পেনের ফুটবল মহলে।