বিয়ে ভেঙেছে ৩বার, চতুর্থ বন্ধুর সঙ্গেও বিচ্ছেদ জেনিফার লোপেজের!

Mar 16, 2020, 17:19 PM IST
1/6

চতুর্থ বন্ধু অ্যালেক্স রডরিগেজের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেললেন জেনিফার লোপেজ!

2/6

সম্প্রতি জেনিফারের সঙ্গে অ্যালেক্সের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায় জোর। যেখানে শোনা যায়, বর্তমানে বেজায় ব্যস্ত জেনিফার লোপেজ। ফলে অ্যালেক্সকে সময় দেওয়ার ক্ষমতা নেই তাঁর। কিন্তু তাই বলে কি সম্পর্ক ভেঙে দিচ্ছেন জেনিফার, উঠতে শুরু করে এমন প্রশ্ন 

3/6

গত বছর ছুটিতে গিয়ে (বিচ ভ্যাকেশন) জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন বাস্কেটবল খেলোয়াড় অ্যালেক্স রডরিগেজ। সেই প্রস্তাবে খুশি হয়ে হ্যাঁও করে দেন জেনিফার। কিন্তু বিয়ের প্রস্তাব পাওয়ার পর বার বার বলা সত্ত্বেও অ্যালেক্সকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসেননি জেনিফার 

4/6

জানা যাচ্ছে, অ্যালেক্স বার বার বলা সত্ত্বেও বিয়ের পরিকল্পনা বাতিল করেন জেনিফার। বিয়ের প্রস্তাব বাতিল করলেও, রডরিগেজের সঙ্গে কাটানো সময় তাঁর জীবনের সেরা মুহূর্ত। রডরিগেজ একজন ভাল মানুষ। তাই তাঁকে পছন্দও করেন বলে জানান জেনিফার 

5/6

বিচ্ছেদের গুঞ্জন ছড়াতেই অ্যালেক্স রডরিগেজের সঙ্গে সম্পর্ক নিয়ে সম্প্রতি মুখ খোলেন জেনিফার লোপেজ। যেখানে তিনি বলেন, রডরিগেজের সঙ্গে বিয়ের পরিকল্পনা করছেন তিনি। বিচ্ছেদ নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা আদতে সত্যি নয় বলে স্পষ্ট জানিয়ে দেন জেনিফার লোপেজ 

6/6

যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি অ্যালেক্স রডরিগেজ