বিপদের দিনে এগিয়ে এলেন বাটলার, নিলামে নিজের প্রিয় জিনিস তুললেন বিশ্বকাপজয়ী তারকা

Apr 08, 2020, 16:04 PM IST
1/5

সময় যত এগোচ্ছে, বিশ্বজুড়ে লাগাম ছাড়া হয়ে উঠছে করোনাভাইরাস। আমেরিকা, ইতালি, ফ্রান্স এর সঙ্গে ইংল্যান্ডে পাল্লা দিয়ে চলছে মারন ভাইরাসের দাপট।  

2/5

দেশের দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলার।  

3/5

করোনা আক্রান্তদের চিকিৎসার সাহায্যে নিজের বিশ্বকাপের জার্সি নিলামে তুললেন বাটলার। ৬৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে তাঁর ২০১৯ বিশ্বকাপের জার্সি।  

4/5

৩১ মার্চ বাটলার অনলাইনে নিলামে তোলেন বিশ্বকাপ ফাইনালের জার্সিটি। মঙ্গলবার শেষ পর্যন্ত ৬৫ হাজার ১০০ পাউন্ডে বিক্রি হয় সেই জার্সি।  লন্ডনের হাসপাতালে আর্থিক সাহায্য করবেন বাটলার।

5/5

এক ভিডিও বার্তায় বাটলার বলেন, "এটা আমার খুব প্রিয় একটা শার্ট, তবে একটা গুরুত্বপূর্ণ কাজে লাগায় ভালো লাগছে।" আসলে বিশ্বকাপ জেতার পর সতীর্থদের অটোগ্রাফ নিয়ে রেখেছিলেন এই জার্সিটায়। করোনা মোকাবিলায় সেই প্রিয় জার্সিটাই বিক্রি করে দিলেন  ব্রিটিশ ক্রিকেট তারকা।