করোনা রুখতে উত্তরাখণ্ডের এই ‘ভূতুড়ে’ গ্রামেই তৈরি কোয়ারেন্টাইন সেন্টার!

| May 17, 2020, 19:29 PM IST
1/5

এই ‘ভূতুড়ে’ গ্রামেই তৈরি কোয়ারেন্টাইন সেন্টার!

এই ‘ভূতুড়ে’ গ্রামেই তৈরি কোয়ারেন্টাইন সেন্টার!

কর্ম সংস্থানের জন্য একে একে গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছেন প্রায় সকলেই। গত কয়েক বছর ধরে ধীরে ধীরে জনশূন্য হতে হতে ‘ভূতের গ্রাম’-এ পরিনত হয়েছে উত্তরাখণ্ডের পাউরি (Pauri) জেলার পাহাড়ি গ্রামগুলি।

2/5

এই ‘ভূতুড়ে’ গ্রামেই তৈরি কোয়ারেন্টাইন সেন্টার!

এই ‘ভূতুড়ে’ গ্রামেই তৈরি কোয়ারেন্টাইন সেন্টার!

জনশূন্য এই গ্রামগুলিতে দিনের বেলাতেও পা রাখেন না আশেপাশের এলাকার মানুষজন। করোনার আবহে এই ‘ভূতুড়ে’ গ্রামগুলিকেই কাজে লাগাচ্ছে উত্তরাখণ্ডের প্রশাসন।

3/5

এই ‘ভূতুড়ে’ গ্রামেই তৈরি কোয়ারেন্টাইন সেন্টার!

এই ‘ভূতুড়ে’ গ্রামেই তৈরি কোয়ারেন্টাইন সেন্টার!

উত্তরাখণ্ডের পাউরি (Pauri) জেলার এই পাহাড়ি গ্রামগুলিকে ভিনরাজ্যের পরিযায়ী হাজার হাজার মানুষের জন্য কোয়ারেন্টিন সেন্টার বানিয়ে ফেলেছে পাউরি (Pauri) জেলা প্রশাসন।

4/5

এই ‘ভূতুড়ে’ গ্রামেই তৈরি কোয়ারেন্টাইন সেন্টার!

এই ‘ভূতুড়ে’ গ্রামেই তৈরি কোয়ারেন্টাইন সেন্টার!

গ্রামের বাসিন্দাদের পরিত্যক্ত বাড়িগুলিকে কোয়ারেন্টিন সেন্টার হিসাবে কাজা লাগাচ্ছে পাউরি (Pauri) জেলা প্রশাসন। এই বাড়িগুলির পাশাপাশি গ্রামগুলির পঞ্চায়েত ভবন বা স্কুলগুলিকেও কোয়ারেন্টিন সেন্টার বানানো হয়েছে।

5/5

এই ‘ভূতুড়ে’ গ্রামেই তৈরি কোয়ারেন্টাইন সেন্টার!

এই ‘ভূতুড়ে’ গ্রামেই তৈরি কোয়ারেন্টাইন সেন্টার!

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ১৩ মে পর্যন্ত ভিনরাজ্য থেকে ১৯ হাজার ৮৪৬ জন মানুষ পাউরি জেলায় এলাকায় ফিরেছেন। এঁদেরকেই ১৪ দিন করে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।