সোমবার থেকে দিল্লি এইমসে শুরু হচ্ছে কোভিড ভ্যাকসিনের বৃহত্তম ট্রায়াল

Jul 19, 2020, 00:02 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ভারতের করোনা ভ্যাকসিনের বৃহত্তম পরীক্ষা হতে চলেছে। আগামী সোমবার থেকে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করছে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)।  

2/5

সূত্রের খবর, মানবশরীরে ভ্যাকসিনের ট্রায়ালের জন্য কেন্দ্রের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র জোগাড় করে ফেলেছে এইমস। 

3/5

আইসিএমআর (ICMR) ও ভারত বায়োটেকের (Bharat Biotech) যৌথ উদ্যোগে তৈরি হয়েছে কোভিড-১৯ ভ্যাকসিন। তিনটি ধাপে চলবে ভ্যাকসিন ট্রায়াল। 

4/5

ভারত বায়োটেক সূত্রে খবর, ৩৭৫ জনের উপরে প্রয়োগ করা হবে কোভিড ভ্যাকসিন। পরীক্ষায় সামিল দেশের ১২টি শীর্ষ মেডিক্যাল প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে এইমস-ও। 

5/5

জানা গিয়েছে, পটনায় ১০ জনের শরীরে ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছে। এখনও পর্যন্ত তাঁদের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।