1/5
নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় দেশজুড়ে চলছে টিকাকরণ। পয়লা মে থেকে ১৮ ঊর্ধ্বদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা নেওয়ার দিনক্ষণ নির্ধারণ করতে CoWin অ্যাপে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। তবে, রেজিস্ট্রেশন শুরু হতেই বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে বহু ইউজারকে। এই সমস্যা সমাধানে এবার CoWin অ্যাপ এবং ওয়েবসাইটে নতুন একটি ফিচার যোগ করল কেন্দ্র।
2/5
শুক্রবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, CoWin অ্য়াপে রেজিস্ট্রেশন করলে, এবার থেকে মিলবে চার অঙ্কের একটি সিকিউরিটি কোড। আর এই কোডের সাহায্যেই টিকার জন্য স্লট বুক করতে আর সমস্য়া হবে না। বিভিন্ন তথ্য়ও মিলবে খুব সহজে। CoWin অ্য়াপ রেজিস্ট্রেশন করতে আগে কী ধরনের সমস্যা হচ্ছিল? জানা গিয়েছে, প্রথমবার টিকার নেওয়ার জন্য স্লট বুক করতেই ইউজারের কাছে মেসেজ আসছিল যে, প্রথম ডোজটি নেওয়া হয়ে গিয়েছে। ফলে ধন্দে পড়ে যান বহু ইউজার।
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
cowin.gov.in ওয়েবসাইটে যেতে হবে এবং নিজের মোবাইল নম্বর অথবা আধার কার্ড নম্বর দিতে হবে। মোবাইল নম্বরে একটি OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই পাসওয়ার্ড নির্দিষ্ট স্থানে বসাতে হবে। এরপর, রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হতেই টিকা নেওয়ার জন্য নিজের পছন্দ মতো স্লট বেছে নিতে হবে। স্লট বেছে নিলে ইউজারের মোবাইলে চার অঙ্কের ওই সিকিউরিটি কোডটি আসবে। সেই কোড দেখিয়েই মিলবে টিকাকরণের সার্টিফিকেট।
photos