সকালেও বিরাম নেই তাঁর। ভোর থেকে উদ্ধারকাজে নেমে পড়েছেন রায়দিঘির প্রাক্তন বিধায়ক কান্তি গঙ্গোপাধ্যায়। ছবি- মৌমিতা চক্রবর্তী
2/7
কোথাও গাছ কেটে রাস্তা পরিস্কার তো, কোথাও সাধারণ মানুষদের বোঝাচ্ছেন কীভাবে দুর্যোগ মোকাবিলা করতে হবে। ৭৫ বছর বয়সী নেতার উদ্যম দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তরুণ থেকে কচিকাচারা। ছবি- মৌমিতা চক্রবর্তী
photos
TRENDING NOW
3/7
অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল-এর প্রভাবে সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হিঙ্গলগঞ্জ, ঝড়খালি, সন্দেশখালি এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি। রায়দিঘির প্রত্যন্ত গোরাগাছি এলাকায় মানুষের দরজায় দরজায় ঘুরে সকলের খোঁজখবর নিচ্ছেন রায়দিঘির প্রাক্তন বিধায়ক কান্তি গাঙ্গুলি। ছবি- মৌমিতা চক্রবর্তী
4/7
"বাড়িতে বুড়ো বাচ্চা আছে কেউ? এখনও এখানে কি করছিস? স্কুলে পাঠিয়ে দে।" এই বলে রাতের অন্ধকারে সকলের খোঁজ নিয়েছেন তিনি। ছবি- মৌমিতা চক্রবর্তী
5/7
পুরোনো মেজাজে সাদা ধুতি হাঁটুর ওপর তুলে দরজায় দরজায় ঘুরছেন তিনি। ছবি- মৌমিতা চক্রবর্তী
6/7
কান্তি গাঙ্গুলির স্ত্রীর নামে এলাকায় 'জবাবিরাজ জ্ঞানায়ন পাঠশালা'-তে সবরকম ব্যবস্থা করা হয়েছে। এখনও পর্যন্ত ২০০ জন ঠাঁই নিয়েছেন ওখানে। ছবি- মৌমিতা চক্রবর্তী