ক্রিকেট আমার জীবনে সব কিছু নয় : বিরাট কোহলি

| Jan 20, 2019, 15:31 PM IST
1/5

ক্রিকেট আমার জীবনে সব কিছু নয়, বলছেন বিরাট

ক্রিকেট আমার জীবনে সব কিছু নয়, বলছেন বিরাট

ক্রিকেট নাকি তাঁর জীবনে সব কিছু নয়। বিরাট কোহলির জীবনে ক্রিকেট সব কিছু নয়! বিরাট কোহলি নিজেই বলছেন এমন কথা। 

2/5

ক্রিকেট আমার জীবনে সব কিছু নয়, বলছেন বিরাট

ক্রিকেট আমার জীবনে সব কিছু নয়, বলছেন বিরাট

যে ক্রিকেট থেকে বিরাট কোহলির এমন বিশ্বজোড়া পরিচয়! সেই ক্রিকেটই নাকি তাঁর জীবনের সবটা জুড়ে নেই। কেন এমন বললেন বিরাট!

3/5

ক্রিকেট আমার জীবনে সব কিছু নয়, বলছেন বিরাট

ক্রিকেট আমার জীবনে সব কিছু নয়, বলছেন বিরাট

মাঠে সব সময় নিজের সেরাটা দিতে ভালবাসেন বিরাট। অনেকে মজা করে বলেন, হৃদয়টাকে জামার আস্তিনে নিয়ে মাঠে নামেন কোহলি। ক্রিকেটের প্রসঙ্গে তিনি সবসময় অতিরিক্ত আবেগপ্রবণ। এমন মানুষ যখন উল্টো কথা বলেন তখন তার কারণ জানতে হয় বটে!

4/5

ক্রিকেট আমার জীবনে সব কিছু নয়, বলছেন বিরাট

ক্রিকেট আমার জীবনে সব কিছু নয়, বলছেন বিরাট

বিরাট কোহলি বলছিলেন, ''আট বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছি। তবে পরিবারই আমার কাছে সবার আগে। জীবনের থেকে বড় কিছু নেই। আমার পরিবার, অনুষ্কা- ওরাই আমার কাছে সবার আগে। ক্রিকেটের অবশ্যই আমার জীবনের একটা অঙ্গ। তবে সব কিছু নয়।''

5/5

ক্রিকেট আমার জীবনে সব কিছু নয়, বলছেন বিরাট

ক্রিকেট আমার জীবনে সব কিছু নয়, বলছেন বিরাট

সম্প্রতি একটি অ্যাপ লঞ্চ করেছেন কোহলি। সেখানেই ভক্তদের সঙ্গে কথা বলছিলেন তিনি। বিরাট বলে চললেন, ''আমি জানি এর পর অনেকে সিরিয়াস হয়ে যাবেন। বলবেন, তুমি ক্রিকেটকে সব কিছু মনে করো না মানে তোমার মধ্যে কমিটমেন্ট নেই। কিন্তু ওসবে আমার মতাদর্শ বদলাবে না। বাইরে যা-ই করুন না কেন, দিনের শেষ সেই বাড়িতেই ফিরতে হবে। পরিবারের কাছে। ক্রিকে্ট আমার জীবনে স্পেশাল অধ্যায়। তবে আমার কাছে পরিবার সবার আগে। ক্রিকেটের কাছে আমি ঋণী। আজ যা হয়েছি তা ক্রিকেট ও আমার পরিবারের জন্যই।''