পুলওয়ামা হামলার প্রতিবাদ! ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় ঢেকে দেওয়া হল পাক প্রধানমন্ত্রীর ছবি

| Feb 17, 2019, 14:01 PM IST
1/5

সিসিআই-তে ঢাকা হল ইমরান খানের ছবি

সিসিআই-তে ঢাকা হল ইমরান খানের ছবি

পুলওয়ামার নৃশংসা জঙ্গিহানার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে গোটা দেশ। এবার সেই প্রতিবাদের রেশ এসে পড়ল ক্রিকেটেও।

2/5

সিসিআই-তে ঢাকা হল ইমরান খানের ছবি

সিসিআই-তে ঢাকা হল ইমরান খানের ছবি

ব্রেবর্ন স্টেডিয়ামের দেওয়ালে লাগানো ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি। পুলওয়ামা হামলার প্রতিবাদে সেই ছবি ঢেকে ফেলার সিদ্ধান্ত নিল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। 

3/5

সিসিআই-তে ঢাকা হল ইমরান খানের ছবি

সিসিআই-তে ঢাকা হল ইমরান খানের ছবি

ইমরানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। তাই ইমরান খানের প্রতি সম্মান জ্ঞাপনে তাঁর ছবি ছিল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার দেওয়ালে। 

4/5

সিসিআই-তে ঢাকা হল ইমরান খানের ছবি

সিসিআই-তে ঢাকা হল ইমরান খানের ছবি

মুম্বইয়ের এই ক্রিকেট স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় বিশ্বের বড় বড় ক্রিকেটারদের পোট্রেট রয়েছে। ১৯৮৭ ও ১৯৮৯ সালে ব্রেবোর্ন স্টেডিয়ামে খেলে গিয়েছেন ইমরান খান। 

5/5

সিসিআই-তে ঢাকা হল ইমরান খানের ছবি

সিসিআই-তে ঢাকা হল ইমরান খানের ছবি

ইমরানের ছবিটি আপাতত ঢাকা রয়েছে। তবে সেটি ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া থেকে সরিয়ে ফেলা হবে কি না তা নিয়ে কর্তৃপক্ষ এখনও পাকাপাকি কোনও সিদ্ধান্ত নেয়নি। সিসিআই-এর প্রেসিডেন্ট প্রিমল উড়ানি জানিয়েছেন, পুলওয়ামা হামলার প্রতিবাদেই তাঁরা পাক প্রধানমন্ত্রীর ছবি ঢেকে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।