উপত্যকায় আচমকা CRPF এর উপর হামলা, জঙ্গিদের গুলিতে নিহত এক ব্যক্তি, শহিদ এক জওয়ান

Jul 01, 2020, 18:14 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের বারামুলা জেলায় টহলরত সিআরপিএফ জওয়ানদের উপর হঠাৎ হামলা চালায় জঙ্গিরা। যার দরুন এক সিআরপিএফ জওয়ান শহিদ হয়ছেন।  

2/5

শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে এই হামলা চলাকালীন ঘটনাস্থলে একটি গাড়িতে ছিলেন এক সাধারণ ব্যক্তি ও তাঁর নাতি। জঙ্গিদের গুলিতে নিহত হন দাদু। ৩ বছরের শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে সেনা।

3/5

হামলার পর সেনা যখন পাল্টা দেয়, তার আগেই চম্পট দেয় জঙ্গিরা। জম্মু ও কাশ্মীর পুলিসের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং জানিয়েছেন, সোপোর শহরে নাকা পার্টি (টহল) চলাকালীন জঙ্গিরা হামলা করে। তাদের খোঁজার জন্য তল্লাশি অভিযান চলছে।

4/5

শুধুমাত্র গত মাসেই উপত্যকায় বিভিন্ন এনকাউন্টারে ৪৮ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। দিলবাগ সিং জানিয়েছেন গত সাড়ে ৫ মাসের মধ্যেই ১০০ জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী।

5/5

এই ১০০ জনের মধ্যে নাইকু ও মাসুদ সহ ৫০ এর বেশি হিজবুল মুজাহিদিন জঙ্গি, ২০ জন লস্কর-ই-তইবা, ২০ জন জইশ-ই-মহম্মদ ও বাকিরা আল বদর এবং আনসার গাজওয়াতুল সংগঠনের সঙ্গে যুক্ত।