Petrol-Diesel Price: তেলের দাম কমায় লোকসান হচ্ছে বেসরকারি তেল কোম্পানিগুলির, ফের বাড়ছে তেলের দাম?

Jun 19, 2022, 19:12 PM IST
1/5

সরকার এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিয়েছে পেট্রল-ডিজেলের দাম। এবার হয়েছে অন্য সমস্য়া। গত এক সপ্তাহ ধরে অপরিশোধিত তেলের দাম বেশ বেড়েই রয়েছে। ফলে ক্ষতি হচ্ছে বেসরকারি তেল উত্পাদক সংস্থাগুলির। এনিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপের আবেদন করল তারা।

2/5

রবিবার ১৯ জুন প্রতি ব্য়ারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১১৩.১ ডলার। কয়েক দিন আগেই এই দাম ছিল ১২০ ডলার। এতেই উদ্বেগ প্রকাশ করল বেসরকারি তেল উত্পাদক কোম্পানিগুলি।  

3/5

সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী, ফেডারেশন অব পেট্রোলিয়াম ইনডাস্ট্রি(FIPI)-র দাবি তারা লিটারপিছু পেট্রল বিক্রি করছে ১৪-১৮ টাকা কম দামে। অন্যদিকে, ডিজেল বিক্রি করতে হচ্ছে ২০-২৫ টাকা কম দামে। উল্লেখ্য, ওই সংগঠনে রয়েছে IOC, BPCL, HPCL এবং অন্যান্য বেসরকারি সংস্থা।  

4/5

উল্লেখ্য, দেশের ৯০ শতাংশ জ্বালানী উত্পাদন করে সরকার নিয়ন্ত্রিত কোম্পানিগুলি। দেশের মানুষের কথা ভেবে তারা পেট্রল-ডিজের দাম কমিয়ে দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এতে বেসরকারি তেল উত্পাদক কোম্পানিগুলির লোকসান হচ্ছে।   

5/5

এপ্রিলের ৬ তারিখে পেট্রল-ডিজেলের দাম কমিয়ে দিয়েছে কেন্দ্র। এনিয়ে ফেডারেশন অব পেট্রোলিয়াম ইনডাস্ট্রি-এর এক নোটে বলা হয়েছে, এর ফলে বেসরকারি তেল উত্পাদক সংস্থাগুলির অনেকটাই লোকসান হচ্ছে।