আন্তর্জাতিক বাজারে কমছে দাম, পেট্রোলে লিটারপিছু ৩ টাকা শুল্ক বৃদ্ধি করল ভারত
Mar 14, 2020, 17:36 PM IST
1/5
S 5
করোনাভাইরাসের দাপটে বিশ্বজুড়েই বিক্রি কমেছে জ্বালানি তেলের। পাশাপাশি রাশিয়া ও সৌদির রেশারেশিতে তেলের উত্পাদন কমেনি। ফলে কমেছে তেলের দাম। এরকম এক অবস্থায় উল্টো পথেই হাঁটল ভারত।
2/5
S 4
শনিবার পেট্রোল ও ডিজেলের ওপরে লিটারপিছু ৩ টাকা শুল্ক বাড়াল কেন্দ্র। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও আয়ে যাতে ধাক্কা না লাগে তার জন্যই ওই ব্যবস্থা নিল সরকার।
photos
TRENDING NOW
3/5
S 3
পেট্রোলের ওপরে ‘বিশেষ শুল্ক’ বৃদ্ধি হল লিটারে ২-৮ টাকা। অন্যদিকে, ডিজেলে বাড়ানো হল লিটারে ৪ টাকা।
4/5
S 2
শুল্ক বৃদ্ধি ছাড়াও রোড সেস বাড়ানো হয়েছে লিটারে ১ টাকা। ফলে পেট্রোলে প্রতি লিটারে দাম বাড়াছে মোট ৩ টাকা।
5/5
s 1
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম হওয়ায় ভারতেও তেলের দাম কম হচ্ছিল। কিন্তু তা এবার ফের বাড়বে। শনিবার দিল্লিতে পেট্রোলের দাম ছিল লিটারে ৬৯.৮৭ টাকা। ডিজেলের দাম লিটারে ৬২.৫৮ টাকা।