নোটবন্দির পর বাজারে ছাড়া ২০০০ ও ৫০০ টাকার নোট এখন ব্যবহারের ‘অযোগ্য’!

Nov 30, 2018, 17:23 PM IST
1/6

s 6

s 6

নোটবন্দির পর সরকার ২০০০ ও ৫০০ টাকার যেসব নোট বাজারে ছেড়েছিল তা নিয়ে এখন সমস্যায় পড়েছে সরকার। এমনটাই দাবি করা হচ্ছে সংবাদমাধ্যমে।

2/6

S 5

S 5

মাত্র ২ বছরে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে ওইসব নোট। কারণ এর কাগজের মান। এমনটাই দাবি করেছে হিন্দি দৈনিক অমর উজালা।

3/6

S 4

S 4

২০১৬ সালে নোটবন্দির পর বাজারে ছাড়া হয় নতুন ২০০০ ও ৫০০ টাকার নোট।

4/6

S 3

S 3

ওইসব নোট ব্যবহার করার ফলে তার অবস্থা এমন দাঁড়িয়েছে যে এটিএমএ তা ব্যবহার করা যাচ্ছে না।

5/6

S 2

S 2

২০০০ ও ৫০০ টাকার নোটই শুধু নয় একই অবস্থা ২০১৮ সালে ছাপা ১০ টাকার নোটেরও।

6/6

s 1

S 1

ওইসব নোটকে এখন নন-ইউজেবল ক্যাটিগোরিতে ফেলার কথা কথা ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক।