কত দূরে ঝড়? আতঙ্কে দলে দলে দিঘা ছাড়ছেন পর্যটকরা

May 02, 2019, 14:29 PM IST
1/6

ধেয়ে আসছে 'ফণি'। প্রাণভয়ে বাড়িমুখো পর্যটকের দল। ঘূর্ণিঝড় আতঙ্কে পর্যটকশূন্য সৈকত শহর দিঘা।

2/6

গতকাল থেকেই দিঘায় মোতায়েন রয়েছে এনডিআরএফ-এর দল। সতর্ক করতে লাগাতার চলছে প্রচার।

3/6

শুক্রবারই ওড়িশা উপকূলে আছড়ে পড়বে। তারপরই উপকূল এলাকায় শুরু হয়ে যাবে তাণ্ডব। প্রমাদ গুনছে সৈকত শহর।  

4/6

দিঘা থেকে এখনও ৬৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ফণি।

5/6

সমুদ্রে না নামার জন্য বার বার ঘোষণা করা হচ্ছে। ফিরে যাচ্ছেন পর্যটকরা। জনশূন্য দিঘার সৈকত।

6/6

মত্স্যজীবীদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে। হলদিয়া বন্দরেও যাবতীয় জাহাজের আনাগোনা আজ রাত থেকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।