গতি ঘণ্টায় ১১০ কিমি; ধেয়ে আসছে সাইক্লোন নিভার, প্রহর গুনছে দক্ষিণের ২ রাজ্য

Nov 24, 2020, 15:55 PM IST
1/5

বুধবার তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন 'নিভার'।  প্রবল ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে তামিললাড়ু, অন্ধ্রপ্রদেশে ও পুদুচেরিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নিয়ে উপকূলবর্তি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পদুচেরিতে আছড়ে পড়তে পারে।

2/5

সতর্কতামূলক ব্যবস্থা হিসেব তৈরি রাখা হয়েছে ৩০টি এনডিআরএফ টিম।

3/5

আবহাওয়া দফতরের হুঁশিয়ারি অনুযায়ী ঘূর্ণঝড়টি আঘাত হানতে পারে কালাইকাল ও মামাল্লাপুরমে।

4/5

নিম্নচাপটির যেরকম গতি প্রকৃতি তাতে ঘূর্ণঝড়টির গতি হতে পারে ১০০-১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বুধবার বিকেলেই এটি পৌঁছে যাবে দুই রাজ্যের উপকূলে।

5/5

ঝড়ের ক্ষয়ক্ষতি থেকে উপকুলবর্তি জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করেছে তামিলনাড়ু সরকার। সরিয়ে আনা হচ্ছে সমুদ্রের কাছাকাছি থাকা বাসিন্দাদের।