Dawood Ibrahim Married again: ডন দাউদের দ্বিতীয় বিয়ে! পাত্রী কে? জানালেন গ্যাংস্টারের কাছের লোক
Jan 17, 2023, 14:11 PM IST
1/8
দাউদের দ্বিতীয় বিয়ে!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিয়ের পিঁড়িতে দাউদ ইব্রাহিম! আবার বিয়ে করেছেন গ্যাংস্টার। এটি দ্বিতীয় বিয়ে ডনের।
2/8
দাউদের দ্বিতীয় বিয়ে!
এনআইএ-কে এমনটাই জানিয়েছেন গ্যাংস্টারের বোন হাসিনা পারকারের ছেলে আলি শাহ। গত বছর সেপ্টেম্বর মাসে এনআইএ-কে এমনটা জানান আলি শাহ।
3/8
দাউদের দ্বিতীয় বিয়ে!
আদালতে এনআইএ-র পেশ করা চার্জশিটে আলি শাহের বয়ানের উল্লেখ রয়েছে। যেখানে দাউদের দ্বিতীয় বিয়ের উল্লেখ রয়েছে।
4/8
দাউদের দ্বিতীয় বিয়ে!
জানা গিয়েছে, এবার এক পাকিস্তানি মহিলাকে বিয়ে করেছেন আন্ডারওয়ার্ল্ড ডন। যদিও প্রথম স্ত্রীকে এখনও পর্যন্ত ডিভোর্স দেননি দাউদ ইব্রাহিম।
5/8
দাউদের দ্বিতীয় বিয়ে!
রীতিমতো হোয়াটসঅ্য়াপ কলের মাধ্যমে তাদের যোগাযোগ রয়েছে। প্রথম স্ত্রী মেহজাবীন শেখের সঙ্গে ৪ সন্তান রয়েছে গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের।
6/8
দাউদের দ্বিতীয় বিয়ে!
মাহরুখ ইব্রাহিম, মেহরীন ইব্রাহিম, মারিয়া ইব্রাহিম নামে ৩ মেয়ে ও মইন নামে এক ছেলে রয়েছে মেহজাবীন-দাউদের।
7/8
দাউদের দ্বিতীয় বিয়ে!
আলি শাহ জানিয়েছেন, প্রথম স্ত্রী মেহজাবেনের উপর থেকে যাতে তদন্তকারীদের নজর হঠে, সেই কারণেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত দাউদের।
8/8
দাউদের দ্বিতীয় বিয়ে!
দাউদের প্রথম স্ত্রী মেহজাবীন দুবাইতে থাকেন। ২০২২-এর জুলাইতে সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন আলি শাহ। তখনই মেহজাবীন স্বামী দাউদের দ্বিতীয় বিয়ের কথা আলিকে জানান।