Death Threat to PM Modi: ভয়ংকর! মোদীকে খুনের হুমকির হোয়াটসঅ্যাপ বার্তা পেল পুলিস! সন্দেহের তির পাকিস্তানের দিকে...

Death Threat to PM Narendra Modi: ওদিকে উত্তাল বাংলাদেশ। আমেরিকা সহসা বেসুরো গাইছে। এদিকে পাকিস্তানও। ভারতের সঙ্গে এ কী চলছে?

| Dec 07, 2024, 18:32 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার পাকিস্তান! আমেরিকার পরে এবার ভারতের প্রতিবেশী দেশটির নাম উঠে আসছে, যারা নিয়মিত ভারত ও ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা রকম ছক কষে যাচ্ছে। ওদিকে উত্তাল বাংলাদেশ তো আছেই। এবার জানা গেল এক ভয়ংকর ব্যাপার! কী জানা গেল?

1/6

মোদীকে খুনের হুমকি!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি। কে দিল হুমকি? কারা রিসিভ করল সেই হুমকি?

2/6

মুম্বই পুলিস, পাক-যোগ

মুম্বই পুলিসের কাছে এই হুমকিবার্তা এসেছে। শনিবার মুম্বইয়ের ট্রাফিক পুলিসের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ বার্তায় এই হুমকি আসে। ওই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ স্পষ্ট দেখা গিয়েছে। 

3/6

জইশ-ই-মহম্মদ

জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের ভাষণ প্রকাশ্যে আসার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

4/6

বোমা বিস্ফোরণ

বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যার হুমকি রয়েছে তাতে। মোদীকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণের কথা বলা হয়েছে এবং দুই আইএসআই এজেন্টের কথাও রয়েছে তাতে। 

5/6

রাজস্থান

যে নম্বর থেকে এই থ্রেট-মেসেজটি এসেছে সেটি রাজস্থানের অজমেঢ়ের। প্রসঙ্গত, কয়েকদিন ধরে অজমেঢ়ের খাজা মইনুদ্দিন চিস্তির মুঘল আমলের ঐতিহ্যবাহী দরগা আগে শিবমন্দির ছিল বলে বিতর্ক ছড়িয়েছিল। বিষয়টি আদালতেও গিয়েছে।

6/6

বাংলাদেশ-আবহে

বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার হামলা ও নির্যাতনের আবহে এই হুমকিবার্তাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দেশের গোয়েন্দারা।