কাছের মানুষের স্বেচ্ছামৃত্যুর আবেদন, প্রীতমের নতুন ছবি 'লেট দেয়ার বি লভ'

Nov 02, 2021, 20:13 PM IST
1/6

লেট দেয়ার বি লাভ

Let there be love

নিজস্ব প্রতিবেদন: স্বেচ্ছামৃত্যু নিয়ে পরিচালক প্রীতমের নতুন ছবি লেট দেয়ার বি লাভ। 

2/6

মুখ্য চরিত্রে

Lead Actors

ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেবারতি ভৌমিক। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন  অনুভব কাঞ্জিলাল,হৈমন্তী গাঙ্গুলী , পারমিতা মুখার্জী, অরিন্দম আচার্য, জিত ভট্টাচাৰ্য ও পৌলমী পাঁজা। 

3/6

সমাপ্তির গল্প

End Of Love

লেট দেয়ার বি লাভ এক মিষ্টি প্রেমের বেদনাময় সমাপ্তির গল্প। নীলাদ্রি আর সোনালির ভালবাসায় কানায় কানায় ভর্তি এক সংসার।

4/6

সুখী পরিবারের গল্প

Happy Family

নীলাদ্রির মা বাবা আর ওরা দুজনে মিলে খুব সুখে ছিল, এমনকি ওঁদের পরিবারে নতুন সদস্য আসার খবরও আনন্দে মাতিয়ে দেয় গোটা দত্ত পরিবারকে। 

5/6

ভাগ্যের পরিহাস

Destiny

কিন্তু সুখ বেশিদিন সইল না নীলাদ্রির কপালে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয় সোনালি, জীবনের চরম পরিহাস তাকে মানসিক ভাবে এমন এক অবস্থায় নিয়ে যায় যে সোনালির মুক্তি চায় নীলাদ্রি। Euthanasia করতে চায় সে। 

6/6

স্বেচ্ছামৃত্যু

Euthanasia

স্বেছা মৃত্যু যা মার্চ ২০১৮ থেকে ভারতে আইন সিদ্ধ কিন্তু কী চরম অবস্থার মধ্যে পড়লে নিজের আপনজন এটা চাইতে পারে সেটাই আমরা এই ছবির মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে দেব ।