Deepika-Salman: কোন সেলিব্রিটির উপর লুকিয়ে নজর রাখেন দীপিকা, উত্তর শুনে অবাক সলমন

Jan 30, 2022, 22:16 PM IST
1/6

বিগ বসে দীপিকা

Deepika in Bigg Boss

নিজস্ব প্রতিবেদন: রবিবার বিগ বস সিজন ফিফটিনের ফাইনালের মঞ্চে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন।

2/6

ছবির প্রচারে

Promotion

দীপিকা তাঁর আগামী ছবি গেহরাইয়াঁর প্রচারেই বিগ বসের ফাইনালে যান

3/6

স্মার্ট অ্যান্ড বোল্ড

Smart & Bold

কালো ব্লেজারে ও স্টিলেটোয় দীপিকার স্টাইল স্টেটমেন্ট ছিল স্মার্ট অ্যান্ড বোল্ড

4/6

সত্যি কিংবা সাহস

Truth or Dare

এদিন বিগ বসের মঞ্চে সলমন দীপিকার সঙ্গে ট্রুথ অর ডেয়ার খেলায় সামিল হন।

5/6

গোপন নজরদারি

Deepika Stalks

দীপিকার ভাগ্যে ট্র্ুথ আসায়, নায়িকাকে সলমন খান জিগেস করেন, কাকে গোপনে নজরে রাখেন দীপিকা?

6/6

সলমনের উপর নজরদারি

Deepika stalks Salman

দীপিকার সাফ জবাব, তিনি সলমনকে স্টক করেন। এরপরই সলমন জিগেস করেন কাল সলমন কোথায় ছিলেন? দীপিকা বলেন পানভেল। সলমন বলেন, 'পরশু কোথায় ছিলেন?' তারও সঠিক উত্তর দেন দীপিকা। সব উত্তর মিলে যাওয়ায় অবাক সলমনও।