Gehraiyaan: 'গেহরাইয়াঁ'র যত গণ্ডগোল আলিবাগের রিসর্ট ঘিরে, এই হোটেলে রাত কাটানোর খরচ জানেন?

| Feb 13, 2022, 15:50 PM IST
1/7

গেহরাইয়াঁ

Gehraiyaan

নিজস্ব প্রতিবেদন: ওটিটিতে ডেবিউ করেছেন দীপিকা পাড়ুকোন। সম্পর্ক, প্রেম থেকে বিয়ে, পরকীয়া জটিল মনস্ত্বত্তের গল্প বুনেছেন পরিচালক শকুন বাত্রা। ছবির নাম গেহরাইয়াঁ।   

2/7

রিসর্ট যখন চরিত্র

Resort As Character

এই ছবির চার মুখ্য চরিত্রের জীবন জড়িয়ে পড়েছে সম্পর্কের জালে। ছবিতে এই চারজন একে অপরের সান্নিধ্যে আসে আলিবাগের এক রিসর্টে। চিত্রনাট্যে গল্প যেভাবে এগিয়েছে তার সঙ্গে সঙ্গে আলিবাগের এই রিসর্ট আক্ষরিক অর্থেই একটি চরিত্র হয়ে উঠেছে।   

3/7

আলিবাগের রিসর্ট আসলে কোথায়?

Resort in Alibug

ছবিতে আলিবাগের যে রিসর্টকে ঘিরে গল্প আবর্তিত হয়েছে, তা আসলে একটি বুটিক হোটেল। এই হোটেলটি আলিবাগে নয়, এটি অবস্থিত গোয়ায়।   

4/7

অহল্যা বাই দ্য সি

Ahilya By The Sea

এই বুটিক হোটেলের নাম অহল্যা বাই দ্য সি। গোয়ার নেরুল এলাকায় অবস্থিত এই হোটেল।  

5/7

লোকেশন

Location

বিখ্যাত আগুয়ারা ফোর্ট থেকে ১০ কি.মি.দূরত্বে অবস্থিত এই হোটেল। এয়ারপোর্ট থেকে এর দূরত্ব ৩৫ কি.মি.।   

6/7

পরিবর্তিত লোকেশন

Location Changed

গেহরাইয়াঁর অন্যতম প্রযোজন অপূর্ব মেহেতা ব্যক্তিগত জীবনে প্রায়শই ছুটি কাটাতে যান এই বুটিক হোটেলে। তিনি শুটিংয়ের এই লোকেশন পছন্দ করেছেন। প্রথমে এই ছবি শুট করার কথা ছিল শ্রীলঙ্কায়। অতিমারির কারণেই গোয়ায় শুট করা হয়েছে।   

7/7

রাত্রিবাসের খবর

Tariff

গোয়ার সেই বিলাসবহুল রিসর্টে রয়েছে ৯টি ঘর, সমুদ্র সৈকতমুখী ৩টি ভিলা, একাধিক পুল, বাগান, স্পা। একেকটি ঘরের ভাড়া একেক রকম। যেখানে থাকতে গেলে প্রতি রাতে খরচ পড়বে ভারতীয় মুদ্রায় ২৫ হাজার থেকে ৩৩ হাজার টাকা।