1/8
2/8
photos
TRENDING NOW
3/8
4/8
জেএনইউ-কাণ্ডে অভিনেত্রী বিতর্কে জড়ানোয় চাপে পড়ে গিয়েছে ব্র্যান্ডগুলি। ফলে তারা আর ঝুঁকি নিতে চাইছে না। আপাতত দীপিকার মুখ বিজ্ঞাপনে কম দেখাচ্ছে ব্র্যান্ডগুলি। একটি বিজ্ঞাপনী এজেন্সির এক আধিকারিক বলেন,''আপাতত দুসপ্তাহ দীপিকার বিজ্ঞাপন বন্ধ রাখার কথা জানিয়েছে কয়েকটি ব্র্যান্ড। তার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা।''
5/8
এটাই প্রথম নয়, এর আগে আমির খানকে নিয়ে বিতর্কে জড়িয়েছিল স্ন্যাপডিল। দেশজুড়ে অসহিষ্ণুতার অভিযোগ করেছিলেন আমির খান। তখন তিনি স্ন্যাপডিলের বিপণনীদূত ছিলেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ন্যাপডিল অ্যাপ আনইনস্টল করার দাবি ওঠে। বাধ্য হয়ে আমিরকে সরিয়ে দেয় সংস্থা। সেই ঘটনার পুনরাবৃত্তি চাইছে না রণবীর ঘরণীর সঙ্গে জড়িত সংস্থাগুলি।
6/8
7/8
8/8
photos