বাতকর্ম স্বাস্থ্যকর; কমায় হৃদরোগ, ক্যান্সারের ঝুঁকি!

| Jan 13, 2020, 16:32 PM IST
1/5

বাতকর্ম স্বাস্থ্যকর

বাতকর্ম স্বাস্থ্যকর

বিজ্ঞানীদের মতে, বাতকর্ম হওয়া মানে, শরীর সুস্থ আছে... চিন্তার কিছু নেই!

2/5

বাতকর্ম স্বাস্থ্যকর

বাতকর্ম স্বাস্থ্যকর

ডেনমার্কের কোপেনহেগেন ইউনিভার্সিটির গবেষক স্টাইন ভাহোম জানান, জোর করে বাতকর্ম চেপে রাখলে তা শারীরিক অস্বস্তি আরও বাড়িয়ে দেয়। বাতকর্ম চাপার ফলে এর হাইড্রোজেন সালফাইড আমাদের রক্ত সংবহনতন্ত্রে মিশে ফুসফুসে বা হৃদপিণ্ড পৌঁছে বড়সড় সমস্যা তৈরি করতে পারে।

3/5

বাতকর্ম স্বাস্থ্যকর

বাতকর্ম স্বাস্থ্যকর

অধ্যাপক ভাহোমের মতে, ঘন ঘন বাতকর্মের ফলে ওজন স্বাভাবিক ভাবেই নিয়ন্ত্রণে থাকে।

4/5

বাতকর্ম স্বাস্থ্যকর

বাতকর্ম স্বাস্থ্যকর

ইংল্যান্ডের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, বাতকর্মের সঙ্গে নির্গত হাইড্রোজেন সালফাইডের গন্ধ স্ট্রোক, হার্ট অ্যাটক, ডিমেনশিয়া, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

5/5

বাতকর্ম স্বাস্থ্যকর

বাতকর্ম স্বাস্থ্যকর

গবেষণায় বাতকর্ম সম্পর্কে আরও বেশ কয়েকটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে। যেমন, বাতকর্মের গতি ঘণ্টায় প্রায় ১১ কিলোমিটার। একজন সুস্থ মানুষ দিনে সর্বাধিক ১২ বার বাতকর্ম করেন। পুরুষদের তুলনায় মহিলারা কম বাতকর্ম করেন। বেশির ভাগ সময়ই আমাদের বাতকর্ম হয় ঘুমের মধ্যে।