নিজস্ব প্রতিবেদন: দিল্লির সীমানায় গিয়ে বিক্ষোভকারী কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন ৫৫ বছরের জনৈক জনক রাজ। গাড়িতে উদ্ধার হল তাঁর অগ্নিদগ্ধ দেহ। ঘটনার নেপথ্যে নাশকতা আছে কিনা তা স্পষ্ট নয়।
2/5
ট্রাক্টর মেরামতি করেন জনক রাজ। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির উদ্দেশে যাত্রা করেছেন কৃষকরা। কৃষকদের 'দিল্লি চলো'য় যোগ দিতে পৌঁছে যান জনক রাজও।
photos
TRENDING NOW
3/5
কৃষকদের পাশে থেকে শুধু সমর্থন নয়। পরিবারের দাবি, বিনা পয়সায় কৃষকদের ট্রাক্টর মেরামতি করতেই গিয়েছিলেন জনক রাজ।
4/5
কাজ শেষ করার পর রাতে দিল্লি-হরিয়ানা সীমানার কাছে বাহাদুরগড়ে গাড়িতে ঘুমিয়ে পড়েন জনক রাজ। তখনই গাড়িতে আগুন ধরে যায়। জীবন্ত অগ্নিদগ্ধ হন জনক রাজ। ঘটনায় নাশকতা আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
5/5
পঞ্জাবের বারনালা জেলায় থাকেন জনক রাজ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে অকালি দল। তারা জানিয়েছে,'জনক রাজের নাম কৃষি আন্দোলনের ইতিহাসে লেখা থাকবে।'