WhatsApp: আদালতে কি তথ্যপ্রমাণ হিসেবে গণ্য হবে হোয়াটসঅ্যাপ চ্যাট? হাইকোর্ট জানাল..

WhatsAPP chat: হোয়াটসঅ্যাপ ভারতের সর্বাধিক ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ।

Jul 06, 2024, 16:22 PM IST
1/5

হোয়াটসঅ্যাপ চ্যাট

WhatsApp Chat

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হোয়াটসঅ্যাপের চ্যাটকে তথ্যপ্রমাণ হিসেবে আদালতে পেশের ক্ষেত্রে সাফ 'না' করে দিল দিল্লি হাইকোর্ট।

2/5

হোয়াটসঅ্যাপ চ্যাট

WhatsApp Chat

দিল্লি হাইকোর্ট ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ১৮৭২ অনুসারে জানিয়েছে, কোনওরকম কোনও হোয়াটসঅ্যাপ চ্যাট আদালতে তথ্যপ্রমাণ হিসেবে গণ্য হবে না। কারণ তথ্যপ্রমাণের সঙ্গে তার সার্টিফিকেশনও প্রয়োজন।

3/5

হোয়াটসঅ্যাপ চ্যাট

WhatsApp Chat

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ ভারতের সর্বাধিক ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজ অ্যাপ। ২০২২ সালে এক উপভোক্তা ডেল ইন্টারন্যাশনাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ করে কনজিউমার ফোরামে। 

4/5

হোয়াটসঅ্যাপ চ্যাট

WhatsApp Chat

ডেলের বিরুদ্ধে অভিযোগ ছিল, সংস্থার তরফে দেরিতে কাস্টমারের অভিযোগ নেওয়া হয়েছে। যে ঘটনায় দিল্লি স্টেট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন ২০২৩-এর ১২ ডিসেম্বর ডেল-কে জরিমানা করে। 

5/5

হোয়াটসঅ্যাপ চ্যাট

WhatsApp Chat

তাকে চ্যালেঞ্জ করে ডেল ইন্টারন্যাশনাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড হাইকোর্টের দ্বারস্থ হয় ডেল। তাদের দাবির স্বপক্ষে প্রামাণ্য হিসেবে হোয়াটসঅ্যাপ চ্যাট পেশ করে আদালতে। যে চ্যাটকে মান্যতা দেয়নি আদালত।