দিল্লি মেট্রোয় বিনামূল্যে সফর মহিলাদের! ভোটের আগে কল্পতরু কেজরীবাল
Jun 02, 2019, 19:55 PM IST
1/8
এ বার কি বিনা টিকিটে দিল্লির মেট্রো এবং সরকারি বাসে ভ্রমণে সুবিধা পাচ্ছেন মহিলারা? এমনই ঘোষণা করতে চলেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
2/8
নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সরকারি পরিবহণে মহিলাদের যাতায়াতে আগ্রহী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।
photos
TRENDING NOW
3/8
আগামিকালই এই নিয়ম ঘোষণা করতে পারেন অরবিন্দ কেজরীবাল।
4/8
সাধারণ দিল্লি মেট্রোয় প্রতি দিন ৩০ লক্ষ মানুষ যাতায়াত করেন।
5/8
সেখানে মাত্র ২৫ শতাংশ মহিলা মেট্রোয় চড়েন। সরকারি বাস ব্যবহার করেন ২০ শতাংশ মহিলা।
6/8
তবে, এই সিদ্ধান্তেও কেন্দ্রের সঙ্গে সংঘাত বাধার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, দিল্লি মেট্রো (দিল্লি মেট্রো রেল কর্পোরেশন) এর দিল্লি এবং কেন্দ্রে ৫০-৫০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।
7/8
এর আগে দিল্লির শাসক দল আম আদমি পার্টি জানায় রাজ্যের হাতে পুরো দায়িত্ব এলে, মেট্রোর ভাড়া ২৫-৩০ শতাংশ কমিয়ে দেওয়া হবে।
8/8
উল্লেখ্য, এ বছরেই দিল্লি বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে শোচনীয় ফল হওয়ার পর কার্যত কল্পতরু হয়ে উঠেছেন কেজরীবাল।